SMS BANGLA
অনেক ফুল দিলাম একটা একটা মালা গাথ
অনেক সপ্ন দিলাম বাস্তব কর
একটা দিগন্ত দিলাম রংধনু আক
এক মুঠ ভালবাসা দিলাম আগলে রেখ।
চোখে চোখে দেখা হয়
মুখে মুখে কথা হয়
হাতে হাতে লেখা হয়
অজানাতে প্রেম হয়
জানার ফলে বন্ধু হয়।
যেদিন আকাশে খুব মেঘ করবে
সে দিন রিম ঝিম বৃষ্টি নামবে,
ময়ুরী নাচবে পেখম তুলে,
সে দিন দুহাতে ভোরে বৃষ্টি ভেজা কদম ফুল নিয়ে তোমার দরজায় দাড়াব,
আর বলব কোন দিন ভুলবো না আমায়।
বন্ধু কর তাকে যে চেনে তোমাকে
আপন কর তাকে যে ভাবে তোমাকে
মনে রাখ তাকে যে কখন ভুলে না তোমাকে
ভালবাস তাকে যে বুঝে তোমাকে
পাহাড়ের সাথে কেন বিসালতার এতো মিল
নদীর সাথে কেন মোহনার এতো মিল
পাখির সাথে কেন নিড়ের এতো মিল
প্রকৃতির সাথে কেন সবুজের এতো মিল
তোমার সাথে কেন চাঁদের এতো মিল।
ভালবাসার মাঝে সুখ আছে
ভাল থাকার মাঝে শান্তি আছে
দূরে থাকার মাঝে টান আছে
মনে রাখার মাঝে প্রান আছে
তাই
মনে রেখ আমায়।
ছোট্ট একটা শহর তার পাশে একটা সাগর
সাগরের মাঝে একটা দিপ
দিপ এর মাঝে একটা ঘড়
ঘরের মাঝে একটা টেবিল
টেবিল এর মাঝে একটা খাতা
তার মাঝে লেখা ভালবাসি তোমায়।
অনেক সপ্ন দিলাম বাস্তব কর
একটা দিগন্ত দিলাম রংধনু আক
এক মুঠ ভালবাসা দিলাম আগলে রেখ।
চোখে চোখে দেখা হয়
মুখে মুখে কথা হয়
হাতে হাতে লেখা হয়
অজানাতে প্রেম হয়
জানার ফলে বন্ধু হয়।
যেদিন আকাশে খুব মেঘ করবে
সে দিন রিম ঝিম বৃষ্টি নামবে,
ময়ুরী নাচবে পেখম তুলে,
সে দিন দুহাতে ভোরে বৃষ্টি ভেজা কদম ফুল নিয়ে তোমার দরজায় দাড়াব,
আর বলব কোন দিন ভুলবো না আমায়।
বন্ধু কর তাকে যে চেনে তোমাকে
আপন কর তাকে যে ভাবে তোমাকে
মনে রাখ তাকে যে কখন ভুলে না তোমাকে
ভালবাস তাকে যে বুঝে তোমাকে
পাহাড়ের সাথে কেন বিসালতার এতো মিল
নদীর সাথে কেন মোহনার এতো মিল
পাখির সাথে কেন নিড়ের এতো মিল
প্রকৃতির সাথে কেন সবুজের এতো মিল
তোমার সাথে কেন চাঁদের এতো মিল।
ভালবাসার মাঝে সুখ আছে
ভাল থাকার মাঝে শান্তি আছে
দূরে থাকার মাঝে টান আছে
মনে রাখার মাঝে প্রান আছে
তাই
মনে রেখ আমায়।
ছোট্ট একটা শহর তার পাশে একটা সাগর
সাগরের মাঝে একটা দিপ
দিপ এর মাঝে একটা ঘড়
ঘরের মাঝে একটা টেবিল
টেবিল এর মাঝে একটা খাতা
তার মাঝে লেখা ভালবাসি তোমায়।
রাজার সিংহাসন থেকে নয়
নয় হিমালয়ের পাদদেশ থেকে
সাত সমুদ্র তের নদীর ওপার থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির থেকে জানাই
ভালবাসি তোমায়
নয় হিমালয়ের পাদদেশ থেকে
সাত সমুদ্র তের নদীর ওপার থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুঠির থেকে জানাই
ভালবাসি তোমায়
নিঝুম রাত ঘুম নেই দুচোখে
একা বসে তোমার কথা ভাবছি
মনের মাঝে তোমার ছবি ভেসে উটছে
আর অজানা এক ভয় হৃদয় কাপছে
সত্যি কি তুমি আসবে আমার মোবাইল চুরি করতে?
একা বসে তোমার কথা ভাবছি
মনের মাঝে তোমার ছবি ভেসে উটছে
আর অজানা এক ভয় হৃদয় কাপছে
সত্যি কি তুমি আসবে আমার মোবাইল চুরি করতে?
ছোট্ট জীবন অনেক সম্পর্ক
অনেক বাধা অনেক নিরাশা
তবু ভুলে যেওনা সপ্ন দেখতে
আর ভুলে যেওনা টয়লেটের দরজা লাগাতে
অনেক বাধা অনেক নিরাশা
তবু ভুলে যেওনা সপ্ন দেখতে
আর ভুলে যেওনা টয়লেটের দরজা লাগাতে
তাকেই ভালবাস যে তোমায় কষ্ট দেয়
কিন্তু তাকে কষ্ট দিওনা যে তোমাকে ভালবাসে
কারন,পৃথিবীর কাছে তুমি একজন
কিন্তু কোন একজনের কাছে তুমিই তার পৃথিবী।
কিন্তু তাকে কষ্ট দিওনা যে তোমাকে ভালবাসে
কারন,পৃথিবীর কাছে তুমি একজন
কিন্তু কোন একজনের কাছে তুমিই তার পৃথিবী।
আকাশ হলে বৃষ্টি দিতাম
পাহাড় হলে ঝরনা দিতাম
চাঁদ হলে কিরন দিতাম
সূর্য হলে আলো দিতাম
ফুল হলে সুবাস দিতাম
মানুষতো তাই হৃদয় থেকে ভালবাসা দিলাম
হয়ত আমি হারিয়ে যাব এখান থেকে ওখানে,
ফুল হয়ে ফুটব আমি বন্ধু তোরি বাগানে,
আমায় তুলে নিয়ে যাবি রাখবি ফুল দানিতে,
আমার নয়ন ভোরবে তখন উষ্ণ গরম পানিতে,
হয়ে যাব জীর্ণ মলিন দুদিন পরে আমি,
ফুল দানিতে নতুন ফুল আসবে আমি জানি,
আমি আবার বন্ধু সেঝে আসব বহুরূপে,
থাকব আমি ছায়ার মত তোর পাশে চুপে চুপে।
কিছু সুখ দিব হাতের মুঠোয় রেখ
কিছুই সপ্ন মনেতে রেখ
মাঝে মাঝে কষ্ট দিব লুকিয়ে রেখ
সারা জীবন আমার ভালবাসা হয়ে পাশে পাশে থেক।
মাটির কোনায় কোনায় জলের বসবাস
পাতার ফোকড়ে ফোকড়ে পাখির বসবাস
নদীর কুলে কুলে নৌকার বসবাস
পাহাড়ের মাঝে ঝরনার বসবাস
অগনিত তারার মাঝে চাঁদের বসবাস
মানুষের দেহের মাঝে আত্মার বসবাস
আমার মনের মাঝে তোমার বসবাস
পাহাড় হলে ঝরনা দিতাম
চাঁদ হলে কিরন দিতাম
সূর্য হলে আলো দিতাম
ফুল হলে সুবাস দিতাম
মানুষতো তাই হৃদয় থেকে ভালবাসা দিলাম
হয়ত আমি হারিয়ে যাব এখান থেকে ওখানে,
ফুল হয়ে ফুটব আমি বন্ধু তোরি বাগানে,
আমায় তুলে নিয়ে যাবি রাখবি ফুল দানিতে,
আমার নয়ন ভোরবে তখন উষ্ণ গরম পানিতে,
হয়ে যাব জীর্ণ মলিন দুদিন পরে আমি,
ফুল দানিতে নতুন ফুল আসবে আমি জানি,
আমি আবার বন্ধু সেঝে আসব বহুরূপে,
থাকব আমি ছায়ার মত তোর পাশে চুপে চুপে।
কিছু সুখ দিব হাতের মুঠোয় রেখ
কিছুই সপ্ন মনেতে রেখ
মাঝে মাঝে কষ্ট দিব লুকিয়ে রেখ
সারা জীবন আমার ভালবাসা হয়ে পাশে পাশে থেক।
মাটির কোনায় কোনায় জলের বসবাস
পাতার ফোকড়ে ফোকড়ে পাখির বসবাস
নদীর কুলে কুলে নৌকার বসবাস
পাহাড়ের মাঝে ঝরনার বসবাস
অগনিত তারার মাঝে চাঁদের বসবাস
মানুষের দেহের মাঝে আত্মার বসবাস
আমার মনের মাঝে তোমার বসবাস
বৃত্ত নয় বিন্দু আমি
কথা নয় মৌনতা আমি
রংধনু নয় ঘাশফুল আমি
পূর্ণ নয় শূন্য আমি
আর কিছু নয় বন্ধু আমি
দিবসে তোমাকে চাই
নিষিতে তোমাকে চাই
আধারে তোমাকে চাই
আলোতে তোমাকে চাই
সকাল সন্ধ্যা হতে পাখি ডাকা ভোরে
আপনের চেয়ে আরো আপন করে পেতে চাই
কথা নয় মৌনতা আমি
রংধনু নয় ঘাশফুল আমি
পূর্ণ নয় শূন্য আমি
আর কিছু নয় বন্ধু আমি
দিবসে তোমাকে চাই
নিষিতে তোমাকে চাই
আধারে তোমাকে চাই
আলোতে তোমাকে চাই
সকাল সন্ধ্যা হতে পাখি ডাকা ভোরে
আপনের চেয়ে আরো আপন করে পেতে চাই
চোখের কোনে আকাশ রাখ
মেঘের কোলে ছবি আঁক
ফুলের মত রঙ্গিন থাক
দুঃখ গুলো দুরে রাখ
বন্ধুর মত পাশে থাক।
কিছু তারা মিট মিট করে জ্বলছে
কিছু সপ্ন ভেসে চলছে
একটা চাঁদ আলো ছড়াচ্ছে
একটা রাত নিরব হয়ে গেছে
একটা বন্ধু তোমাকে মনে করছে আর বলছে......ভাল থেকো সব সময়।
মেঘের কোলে ছবি আঁক
ফুলের মত রঙ্গিন থাক
দুঃখ গুলো দুরে রাখ
বন্ধুর মত পাশে থাক।
কিছু তারা মিট মিট করে জ্বলছে
কিছু সপ্ন ভেসে চলছে
একটা চাঁদ আলো ছড়াচ্ছে
একটা রাত নিরব হয়ে গেছে
একটা বন্ধু তোমাকে মনে করছে আর বলছে......ভাল থেকো সব সময়।
No comments