Header Ads

  • Breaking News

    পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন পুরনো পাসওয়ার্ড ছাড়াই

    আজকে এখানে আমি যে পদ্ধতিটা বলব তার সাহায্যে আপনি নিমেষের মধ্যেই আপনার কোন বন্ধুর বা অন্য কারোর লগিন করা পিসির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারবেন পুরনো পাসওয়ার্ড বা কোন রকম হিনটস ছাড়াই।  Run এ গিয়ে CMD লিখে এন্টার দিন। Command Prompt উইন্ডো ওপেন হবে। এরপর C:/ আন্ডারে গিয়ে net user username newpassword লিখে এন্টার দিন । যেমন মনে করুন আপনার বন্ধুর ইউজারনেম Tanmoy, আর আপনি নতুন যে পাসওয়ার্ডে পরিবর্তন করতে চাচ্ছেন সেটি হল Rakib তাহলে আপনাকে লিখতে হবে- C:/net user Tanmoy Rakib ।
    ব্যস হয়ে গেল।
    এবার Command Prompt উইন্ডো বন্ধ করে চেক করে দেখুন আপনি আপনার বন্ধুর কম্পিঊটারের পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন করতে পেরেছেন কিনা, ও হ্যাঁ আমাকে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad