Header Ads

  • Breaking News

    সিস্টেম প্রোপারটিজে নিজের ছবি এবং সেই সাথে যোগ করুন আপনার যোগাযোগ ঠিকানা


    আপনি চাইলেই খুব সহজেই আপনার কম্পিউটারের  system properties dialog বক্স এ আপনার ছবি ও ঠিকানা যুক্ত করতে পারবেন ইপরের মত । এ জন্য আপনাকে নিচের কাজগুলো করতে হবে ।
    প্রথমে  system properties dialog বের করতে হবে । system properties dialog বক্স বের করতে  “My Computer” এ right-click করুন । এতে করে আপনার general system information dialog বক্স খুলবে  (উপরের ছবিটির মত)
    আপনি যদি ঐখানটায় নিজের ছবি দিতে চান তবে আপনাকে একটি .bmp ফরম্যাট এর ছবি তৈরি করে নিতে হবে নিচের ছবিটির মত। সবচে ভাল হয়  (RGB: 192, 192, 192) দিয়ে তৈরি করলে।  .bmp করার জন্য Photo Shop ব্যাবহার করতে পারেন।
    .bmp ছবি -> 
    নাম ঠিকানা দেয়ার জন্য আপনাকে আর একটি ফাইল ঐ ফোল্ডার এ তৈরি করতে হবে oeminfo.ini নামে।
    notepad  ওপেন করে নিচের কোড টুকু লিখে  oeminfo.ini নামে সেভ করুন।

    [general]
    Manufacturer= http://rakib-green.blogspot.com
    Model=Powered By Biostar Inc.
    
    [Support Information]
    Line1=For support, Please contact:
    Line2= Rakib Hossain
    Line3= http://rakib-green.blogspot.com
    Line4= Savar, Dhaka
    Line5=owner= Rakib Hossain
    আপনার ছবি এবং oeminfo.ini ফাইল তৈরি করা হয়ে গেলে ফাইলগুলো কপি করে  C: drive >> Windows>> system32 Folder এ পেস্ট করুন।
    এবার আপনার সিস্টেম প্রপারটিজে গিয়ে দেখুন। নাম ঠিকানার জন্য সিস্টেম প্রপারটিজে গিয়ে Support Information ক্লিক করুন।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad