কমপিউটারের পারফরমেন্স বাড়ান
কমপিউটার বুটিং হওয়ার সময় ডিলিট কী চেপে বায়োসে প্রবেশ করুন (কমপিউটারভেদে F1, F10 ইত্যাদি)৷ তারপর নিচের অপশনগুলো পরিবর্তন করুন-Quick power on self test এনাবল রাখুন
Boot up floppy seek ডিজাবল করুন
ফার্স্ট বুট ডিভাইস হিসেবে HDD-0 কে সেট করুন
Report no FDD for windows ডিজাবল করুন
CPU L1 (internal cache) এনাবল রাখুন
CPU L2 (external cache) এনাবল রাখুন
PCI/VGA palette snoop ডিজাবল করুন
IDE HDD auto detection এনাবল রাখুন
Video ram shadow এনাবল রাখুন
Antivirus protection এনাবল রাখুন
AGP apparature size আপনার মোট ৠামের এক-চতুর্থাংশ নির্ধারণ করে দিন
HDD smart capability এনাবল রাখুন
বিনা পয়সায় পৃথিবীর যেকোন দেশে ফোন করুন!!!
বিনা মূল্যে বিশ্বের যেকোন দেশে ফোন করুন।এই সার্ভিসটি দিচ্ছে www.evaphone.com
মাঝখানে কয়েকদিন করা যেত না, কিন্তু বর্তমানে আবার চালু করেছে সার্ভিসটি। অবশ্য এর জন্য আপনার পিসিতে এডবি ফ্লাশ প্লেয়ার ১০ সফটওয়্যারটি থাকতে হবে নয়তো আপনি কল করতে পারবেন না।
আনলিমিটেড sms পাঠান বিশ্বের যে কোন দেশে….. তবে একদম ফ্রি
নেটে ফ্রি বহু সাইট আছে কিন্তু পাবলিকের চাপ পড়লেই ফ্রি শেষ হয়ে যায়। এই রকম ভাবেই অনেক ফ্রি sms পাঠানোর সাইট বন্ধ হয়ে যায়। আজ আপনাদের সাথে একটি সাইট শেয়ার করবো যেটা দিয়ে আমরা বিশ্বের যেকোন দেশে sms পাঠাতে পারবো। টিউন করার সময় মোটামুটি ভাবে সকল বাংলাদেশী অপারেটরে মেসেজ যাচ্ছিল। এখন দেখা যাক কতকক্ষণ কার্যকর থাকে। নিবন্ধন করার অপশন আছে তবে না করেই আপনি sms পাঠাতে পারবেন। সাইটটির এখানেকম্পিউটার অটো Refresh হবে!
কম্পিউটারে কোন কাজ করার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন ।যাই হোক, আমি আজকে আপনাদের একটা ছোট টিপস শেয়ার করব। টিপসটি হল- কিভাবে সয়ংক্রিয়ভাবে রিফ্রেস করা যায়? এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না।
এজন্য আপনাকে যা করতে হবে:
Start Menu -> Run এ গিয়ে regedit লিখে ok করুন। Registry Editor চালু হবে।
HKEY_LOCAL_MACHINE -> SYSTEM -> CurrentControlSet -> Control -> Update এ গিয়ে ডান পাশে লেখা দেখবেন UpdateMode।
এটাতে ডাবল ক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন।
কম্পিউটার রিস্টার্ট করুন।
ব্যাস হয়ে গেল।
এখন থেকে আপনার কম্পিউটার অটোমেটিক রিফ্রেস হবে।
ইউটিউবে ভিডিও ডাউনলোড করুন সহজেই:
ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ভিডিও নামানোর জন্য (ডাউনলোড) সরাসরি কোনো লিংক না থাকায় তা সংগ্রহে অনেক সমস্যা হয়। ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যোগ করে খুব সহজেই ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়।https://addons.mozilla.org/en-US/firefox/ downloads/latest/10137 ঠিকানার ওয়েবসাইটে গেলে নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে Install Now-এ ক্লিক করলে একটি সফটওয়্যার ইনস্টল হবে। এরপর Restart Firefox বাটনে ক্লিক করলে মজিলা ফায়ারফক্স বন্ধ হয়ে আবার খুলবে। এখন ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চান, মজিলা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেটি খুললে দেখা যাবে ভিডিওটির নিচে Download As নামের একটি বাটন। সেখানে ক্লিক করলে FLV, 3GP, MP4, HD, Full-HD, MP3 প্রভৃতি লেখা দেখা যাবে। এগুলো ভিডিওর ফরম্যাট। যে লেখায় ক্লিক করবেন, ইউটিউবের ভিডিওটি সেই ফরম্যাটে ডাউনলোড হবে।
এক ক্লিকে সব ড্রাইভ রিফ্রেশ!
উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ইচ্ছা করলে এক ক্লিকে কম্পিউটারের সব ড্রাইভ রিফ্রেশ করে নিতে পারেন। এ জন্য Start/All Programme/Accessories/Notepad-এ গিয়ে নো্টপ্যাড খুলতে হবে। এরপর নিচের সংকেত হুবহু নোটপ্যাডে লিখতে হবে।Echo Off
cd/
tree
C:
Tree
D:
Tree
E:
Tree
F:
Tree
G:
Tree
H:
Tree
I:
Tree
J:
Tree
K:
Tree
L:
Tree
এখানে C, D, E, F, G, H, T, J, K, L, M, N কমান্ডগুলো আপনার কম্পিউটারের ড্রাইভের লেটার হিসেবে ধরা হয়েছে। এ ছাড়া যদি আপনার কম্পিউটারে আরও কোনো ড্রাইভ থাকে, তাহলে আপনি সেটি নোটপ্যাডে যোগ করতে পারেন। যেমন—S ড্রাইভ যোগ করতে নোটপ্যাডের শেষে লিখতে হবে: S:
Tree
এ ছাড়া আপনি ইচ্ছা করলে যেকোনো ড্রাইভ রিফ্রেশের তালিকা থেকে বাদ দিতে পারবেন। এ জন্য ওই ড্রাইভের লেটার মুছে তার পরের লাইনের Tree লেখাটি মুছতে হবে।
সংকেত লেখার পর File/Save as-এ গিয়ে ফাইলটি Refresh Drive.bat নামে সেভ করুন। খেয়াল করুন, Refresh Drive নামের নতুন একটি ফাইল তৈরি হয়েছে। তৈরি হওয়া Refresh Drive ফাইলটিতে ডবল ক্লিক করলেই কম্পিউটারের সব ড্রাইভ একসাথে রিফ্রেশ হবে। এখন থেকে এই ফাইলে ক্লিক করেই আপনি ড্রাইভ রিফ্রেশ করতে পারবেন।
লুকিয়ে ফেলুন আপনার কন্ট্রোল প্যানেল:
একজন কম্পিউটার ব্যবহার কারীর জন্য কন্ট্রোল প্যানেল খুবই গুরত্ত পূর্ণ একটি জিনিষ।আর এই কন্ট্রোল প্যানেলের অপব্যবহার রোধ করতে পারেন আপনি কন্ট্রোল প্যানেল লুকিয়ে ফেলে। আপনাকে প্রথমে run গিয়ে gpedit.msc লিখুন তার পর Then the 'Group Policy' উইন্ডো আসবে সেখান থেকে Configuration ডাবল ক্লিক করুন তার পর Administration Templates ক্লিক করুন তার পর ডান সাইডের Control Panel অপশনে ক্লিক করুন এখন ডান সাইডের বক্স থেকে Prohibit access to the Control Panel ক্লিক করুন এবং Prohibit access to the Control Panel কে Enable করে দিন।ব্যাস হয়ে গেল,দেখুন আপনার কন্ট্রোল প্যানেল উধাও।
অটোরান বন্ধ করুন
উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে পেনড্রাইভ বা মেমোরি কার্ড যুক্ত করলে তা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে চলে (অটোরান)। ফলে পেনড্রাইভ বা মেমোরি কার্ডে কোনো কম্পিউটার ওয়ার্ম বা ভাইরাস থাকলে, পেনড্রাইভ কম্পিউটারে যুক্ত করলে (ওপেন) তা ওই কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। চাইলে আপনি এই অটোরান বন্ধ রাখতে পারেন। এ জন্য মাই কম্পিউটারে ডান ক্লিক করে Manage/Computer management/Service and application/services/shell hardware detection অপশনে যান। এবার shell hardware detection অপশন খুলে Service status হিসেবে stop দিন, startup type অপশনে disable নির্বাচিত করুন। এরপর থেকে ইউএসবি ড্রাইভ সংযোগ করলে তা আর অটোরান করবে না। উল্লেখ্য, এই কাজটি করলে আপনার ডিভিডি রমকে কম্পিউটার সিডিরম হিসেবে দেখাবে। কিন্তু এতে ভয়ের কিছু নেই। ডিভিডি ব্যবহার করতে কোনো সমস্যা হবে না।
No comments