Header Ads

  • Breaking News

    মাত্র ১ মেগা: সফটওয়্যার গতিময় করে তুলবে আপনার কম্পিউটার

    গতিময় করে তুলুন আপনার কম্পিউটার ।। মাত্র ১ মেগাবাইট সাইজের সফটওয়্যার
    আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কম্পিপউটার ব্যবহারের সময় মাঝে মধ্যেই কম্পিউটার খুব ধীর গতি সম্পন্ন হয়ে যায় । এর প্রধান একটি কারণ হল টেম্পোরি ফাইলের জায়গা দখল। টেম্পোরি ও অপ্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটারের জায়গা দখল করে কম্পিউটারকে স্লো করে দেয় । এসব ডিলিট করার জন্য অনেক ভারী ও বড় বড় সফটওয়্যার রয়েছে । কিন্তু আজ আমি আপনাদের DiskMax নামে একটি সফটওয়্যারের সাথে পরিচয় কয়ে দিব যা সাইজে ছোট হলেও কাজের কাজি ।

    যা যা করতে পারবেনঃ
    ১। log, old, bak, tmp, dmp এসব ফাইল হার্ডডিস্ক স্ক্যান করে খুঁজে বের করে এবং ডিলিট করে।
    ২। খুবই দ্রুত অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে এবং ডিলিট করে।
    ৩। প্রত্যেক ইউজার হিস্টরি, টেম্প,সাম্প্রতিক ব্যবহার করা ফাইলের তালিকা, এক্সপ্লোরার থাম্বনেইল ক্যাশ এবং উইন্ডোজ এরর রিপোটিং লগস পরিষ্কার করা।
    ৪।উইন্ডোজ ইভেন্টস লগ পরিষ্কার করা।
    ৫। অটোম্যাটিক্যালি রিসাইকেল বিন খালি করা।
    ৬। শক্তিশালী Defragmenter দিয়ে ডিফ্যাগ করতে পারে।

    সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

    সূত্রঃ প্রথম আলো

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad