Header Ads

  • Breaking News

    বাংলা টাইপ করুন আপনার মোবাইলে!

    ভাষার মাস ফেব্রুয়ারী আসছে। অনেকের মুঠোফোনেই বাংলা সাপোর্ট করেনা বলে বাংলায় SMS পাঠাতে বা রিসিভ করতে পারেন না। এই টিউনটি পড়ার পর আপনি আপনার মোবাইল থেকে (জাভা বা সিমবিয়ান যাই হোক না কেন) বাংলা লিখতে পারবেন, SMS পাঠাতে পারবেন, SMS পড়তে পারবেন। এমনকি টেকটিউনের মত বাংলা ব্লগগুলোতে বাংলায় পোস্টও দিতে পারবেন! icon smile অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes icon smile অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes । বোনাস হিসেবে পাবেন অভ্র এর মত ফোনেটিক মুডে বাংলা লিখার সুবিধা! অর্থাৎ ইংরেজীতে Aami লিখতে স্বয়ংক্রিয়ভাবেঃ আমি লেখা হয়ে যাবে! icon smile অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes
    সফটওয়্যারটির জাভা ও সিমবিয়ান আলাদা আলাদা ভার্সন রয়েছে, সুতরাং আমজনতা সবার মোবাইলেই সাপোর্ট করবে। আমি আলোচনা করবো সিমবিয়ার S60v3 ভার্সনটি নিয়ে কারণ আমার হ্যান্ডসেট NOKIA N73 ME.
    1. প্রথমেই এখান থেকে আপনার হ্যান্ডসেটের মডেল অনুযায়ী Indi SMS এর জাভা/সিমবিয়ান ভার্সনটি ডাউনলোড করে মোবাইলে ইনস্টল করে নিন।
    ২. সফটওয়্যারটি ওপেন করুন। ভাষা হিসেবে বাংলা সিলেক্ট করুন (বিঃদ্রঃ এই সফটওয়্যারটি ভারতীয় ৯টি ভাষা সমর্থন করে)
    Scr000001 অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes
    ৩. New Messege বা বার্তা নিমার্ণে ক্লিক করুন।
    Scr000002 অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes
    ৪. এবার ফোনেটিক মুডে টাইপ করুন Aami vaaMlaake bhaalobaasi. দেখুন স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে গেছঃ আমি বাংলাকে ভালোবাসি
    Scr000003 অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes
    ৫. কেউ ফোনেটিক মুডে না চাইলে কিবোর্ড সিস্টেমেও বাংলা টাইপ করতে পারেন। এজন্য Option থেকে Language keypad সিলেক্ট করুন।
    Scr000004 অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes
    ৬. এবার কিবোর্ডমত টাইপ করুন। তারপর সেন্ড করুন প্রিয়জনকে বা ড্রাফট করুন ভবিষ্যতে ব্যবহারের জন্য।
    Scr0000053 অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes
    আরো সুবিধাঃ
    ১. সিমবিয়ান ভার্সনটি ইনস্টল করলে এখন থেকে বিনা ঝামেলাতে বাংলা SMS পড়তেও পারবেন। কোনো বাংলা এসএমএস আসলে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে সেই মেসেজটি হ্যাডেল করবে এবং দেখাবে New Bangla Messege From: XXX
    Scr000006 অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | TechtunesScr000007 অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes
    ২. এই পদ্ধতিতে ইউনিকোডে বাংলা লিখা হয়, যেটি কপি পেস্ট করে আপনি টেকটিউন সহ অন্যন্য বাংলা ব্লগে ব্যবহার করতে পারবেন।
    ৩. যার মোবাইলে SMS পাঠাবেন তার মোবাইলে এই সফটওয়্যার ইন্সটল থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার পাঠানো বাংলা SMS টি বাংলা সাপোর্ট করে এমন যোকোনো মোবাইল বা কম্পিউটারে দেখা যাবে। এই সফটওয়্যারটি মূলতঃ একটি ইউনিকোড বাংলা টাইপ করার সফটওয়্যার।
    পরিশেষে একুশের শুভেচ্ছা নিন। ভালো থাকুন। হ্যাপি বাংলা মোবাইলিং!! icon smile অভ্র এর মত ফোনেটিক বাংলা টাইপ করুন আপনার মোবাইলে! (জাভা/সিমবিয়ান) | Techtunes

    ডাউনলোডঃ গেটজার লিংক। হ্যাডসেট মডেল সিলেক্ট করে ডাউনলোড করুন।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad