Header Ads

  • Breaking News

    Double Click দিয়ে কোন Drive ওপেন করতে পারছেন না ?


    কিছু ভাইরাস আছে যার আক্রান্ত পিসিতে ডাবল ক্লিক করে কোন ড্রাইভ খোলা যায় না এমনকি ভাইরাস রিমুভ করার পরও সমস্যাটা থেকে যায় এর কারন হল ভাইরাসগুলো ড্রাইভের রুটে autorun.inf নামে একটা ফাইল তৈরী করে autorun.inf ফাইলটার কারনেই এই সমস্যাটা হয় এই ফাইলটি কিন্তু ভাইরাস না তাই এন্টিভাইরাস একে মুছেনা(কোন এন্টিভাইরাস মুছে কিনা আমার জানা নেই) যার ফলে ভাইরাস ক্লিন করার পরও সমস্যাটা থেকে যায় এক্ষেত্রে নিচের পদ্ধতিটা আপনার কাজে আসতে পারে তবে আপনার পিসিতে যদি ভাইরাস থাকে তাহলে মুছে তেমন লাভ হবে না কিছুক্ষনের মধ্যেই ফাইলটি আবার তৈরী হয়ে যাবে

    . Start Menu --> Run cmd লিখে এন্টার দিন ডসের কমান্ডপ্রম্ট রান হবে
    . যে ড্রাইভকে রিপেয়ার করতে চান সেই ড্রাইভের রুটে আসুন ধরি, C: ড্রাইভ তাহলে cd\ লিখে এন্টার দিন
    . attrib -h -r -s autorun.inf লিখে এন্টার দিন
    . del autorun.inf লিখে এন্টার দিন autorun.inf ফাইলটি মুছে যাবে
    . পিসি রিস্টার্ট করুন


    এবার ডাবল ক্লিক দিয়ে ড্রাইভ খুলতে পারবেন এর পরে কাজ না হলে ধরে নিতে হবে আপনার পিসিতে এখনো ভাইরাস রয়ে গেছে ভাল একটি এন্টিভাইরাস দিয়ে কম্পিউটার স্ক্যান করুন


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad