Enable Mouse Pointer
কম্পিউটারে কাজ করার সময় বিভিন্ন ধরনের ডায়ালগ বক্স আসে এবং সেখানে Yes/No/Ok/Apply/Cancel সহ নানা অপশন থাকে। সেক্ষেত্রে মাউস পয়েন্টার নিয়ে যেকোনো অপশন নির্বাচন করতে হয়। কিন্তু আপনি যদি মাউস পয়েন্টার স্বয়ংক্রিয় করে দেন তাহলে ডায়ালগ বক্স আসার সাথে সাথে যেই অপশনটি নির্বাচন করার সম্ভাবনা থাকে মাউস পয়েন্টার সেই অপশনটিতে চলে যায়। আর এতে করে বেঁচে যায় অনেকটা সময়। ফলে কম্পিউটারে কাজ কারা যায় অনেক দ্রুত। মাউস পয়েন্টার স্বয়ংক্রিয় করার জন্য প্রথমেই Start মেনু থেকে Control Panel-এ প্রবেশ করুন। এরপর Mouse ফোল্ডারে ক্লিক করলে মাউস প্রোপার্টিজ উইন্ডো আসবে। সেখান থেকে Pointer Options-এ ক্লিক করে Snap To অপশনটির Automatically move pointer to the default button in a dialog box-এ টিক দিয়ে Ok-তে ক্লিক করে বেরিয়ে আসুন। এবার দেখুন কাজ করতে কত মজা!
No comments