Header Ads

  • Breaking News

    ফেসবুকের প্রোফাইল Url বদলান খুব সহজেই

    আগেই বলে নিচ্ছি এই
    পদ্ধতিতে শুধু আপনার
    পারসনাল প্রোফাইলের URL
    বদলানো যবে ফ্যান পেজের না।

    আসুন দেখে নেই
    স্টেপগুলোঃ

    ১) প্রথমে যেকোনো নাম
    দিয়ে একটা ফেসবুক পেজ খুলেন
    (Create Page) পেজ খোলার
    সময় " www.facebook.com/username" এর
    ঘরটা ফাকা রেখে বাকি সব ঘর
    পুরন করে পেজ বানান।

    ২) পেজ ওপেন হওয়ার পর,
    "Update Page Info" তে ক্লিক
    করে "Facebook Web Address" এ
    আপনার বর্তমান ফেসবুক
    প্রোফাইলের URL
    (" www.facebook.com/
    yourname"টা Http://
    ছাড়া কপি করুন।

    ৩) এবার ফেসবুক
    একটা ওয়ার্নিং দেবে যে আপনার
    দেওয়া URL টা আপনার
    পারসনাল প্রোফাইলের URL
    এর সাথে মিলে গেছে।
    তখন
    জিজ্ঞেস করবে আপনি URL
    Transfer করতে চান?
    তখন
    Transfer এ ক্লিক করুন।

    ৪) এবার আপনার ফেসবুক
    প্রোফাইলের সেটিংএ
    গিয়ে দেখুন আপনার Username
    Reset হয়ে গেছে। এখন আপনার
    কাংখিত URL দিয়ে সেভ করুন।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad